ফাঁসির মঞ্চে কানাইলাল দত্তর জীবন উৎসর্গের বৃত্তাত্ত এখন শতবর্ষের নিকটবর্তী। কানাইলাল দেখে যাননি, তাঁর তিরোধানের পর আরও তিনটি দশক চন্দননগরের মানুষজন স্বাধীনতার সন্ধানে কতভাবেই না সামিল হয়েছেন। সে সব বৃত্তান্ত ইতিপূর্বে যে সব সাময়িক পত্রিকায় প্রকাশ করেছিলাম সেগুলিকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়োজনে এই গ্রন্থটি প্রকাশ করা হচ্ছে। এই গ্রন্থের মাধ্যমে অতিরিক্ত
সংযোজন সহ প্রকাশ করা হচ্ছে।
আমার অত্যন্ত সৌভাগ্য, উত্তর চন্দননগরে স্বাধীনতা সংগ্রামে যাঁরা ব্রতী ছিলেন, তাঁদের বাড়ির কাছেই আমার বসবাস। আমি স্বচক্ষে দেখেছি চারু রক্ষিত, মতিলাল রায়, মনীন্দ্রনাথ নায়েক, অরুণচন্দ্র সোম, সত্যচরণ কর্মকার, নলিনচন্দ্র দত্ত, অরুণ চন্দ্র দত্ত প্রমুখ স্বদেশপ্রাণ মানুষদের। এঁদের মধ্যে যাঁরা প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন, তাঁদের লেখাও পড়েছি। সুযোগ মত এঁদের কয়েকজনের সঙ্গে কিছু কথাও বলেছি। এও জেনেছি কানাইলাল দত্ত স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়বার আগে এই বোড়াইচণ্ডীতলায় ঘোরা ফেরা করে গেছেন, শ্রী অরবিন্দ মতিলাল রায়ের গৃহে গোপনে বাস করে গেছেন। দেখেছি, মতিলাল রায় তাঁর বাসভবনে খোদাই করে গেছেন। একশো একজন স্বাধীনতা সংগ্রামীর নাম, যাঁরা তাঁর গৃহে কোন না কোন সময়ে পদধূলী দিয়েছেন। এই অঞ্চল দিয়েই তো আমি আজও চলাফেরা করছি — ওঁদের কেমন করে বিস্মৃত হই।
আমি যাঁদের দেখেছি, বর্তমান প্রজন্ম তাঁদের দেখতে পাবে না, তাঁদের রচিত গ্রন্থও প্রকাশিত পত্রিকার হদিশ পাবে না, তাঁদের সান্নিধ্য তো দূর অস্ত। ঐতিহ্যের উত্তরাধিকার আমরা যথোচিত মর্যাদায় স্মরণ করেছি ১৯৮৮ সালে শহীদ কানাইলালের জন্মশতবর্ষে। বাকি আছে কানাইলালের ফাঁসিতে জীবন উৎসর্গের শতবর্ষ পালন । এই গ্রন্থ তারই ভূমিকা।
যাঁরা এই গ্রন্থ প্রকাশে সানন্দে পৃষ্ঠপোষকতা করছেন তাঁদের জন্য রইল আমার কৃতজ্ঞতা ও অকৃত্রিম শ্রদ্ধা ।
Bengali, Books
স্মরণীয় স্মরণ
ফাঁসির মঞ্চে কানাইলাল দত্তর জীবন উৎসর্গের বৃত্তাত্ত এখন শতবর্ষের নিকটবর্তী। কানাইলাল দেখে যাননি, তাঁর তিরোধানের পর আরও তিনটি দশক চন্দননগরের মানুষজন স্বাধীনতার সন্ধানে কতভাবেই না সামিল হয়েছেন। সে সব বৃত্তান্ত ইতিপূর্বে যে সব সাময়িক পত্রিকায় প্রকাশ করেছিলাম সেগুলিকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়োজনে এই গ্রন্থটি প্রকাশ করা হচ্ছে। এই গ্রন্থের মাধ্যমে অতিরিক্ত
সংযোজন সহ প্রকাশ করা হচ্ছে।












Reviews
There are no reviews yet.