চন্দননগরের শ্রদ্ধেয় বিপ্লবী ও কৃতী ব্যক্তিত্বদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বেশ কয়েক বছর ধরে ‘সেই ধ্রুবতারা’ শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করে চলেছে ‘চন্দননগর বইমেলা কমিটি’। এই শহরের গৌরবজনক অধ্যায়কে মানুষের সামনে তুলে ধরার জন্যেই আমাদের এ প্রয়াস। চন্দননগর যে কত কৃতী মানুষের জন্ম দিয়েছে বা কত বিশিষ্টজনের উজ্জ্বল কর্মকাণ্ডে আমাদের অঞ্চল গৌরবান্বিত হয়েছে, তার পরিচয় পরিস্ফুট হয় প্রত্যেক বছরের এই প্রকাশনার মধ্যে দিয়ে। দেশপ্রেম, জাতীয়তাবোধ ইত্যাদি শব্দগুলির খাঁটিত্ব বোঝাতে এইসব প্রণম্য ব্যক্তিত্বদের জীবনচর্যার প্রতিচ্ছবিই যথেষ্ট। যার অনেকটাই উঠে আসে পুস্তিকাগুলি থেকে সেই পথেই এবার স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তুষার চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হল। কোভিড ত্রাসে এ বছরের সবকিছুই বিপর্যস্ত। তাই বাধ্য হয়ে নির্দিষ্ট সময় থেকে অনেকটাই সরে এসে আয়োজিত হচ্ছে বইমেলা এবং সেখানে ‘সেই ধ্রুবতারা’-র প্রকাশও হল যথাসাধ্য প্রয়াসে। এরকম প্রতিবন্ধকতার কারণে হয়তো পুস্তিকাটিকে ইচ্ছে অনুযায়ী পুরোপুরিভাবে সমৃদ্ধ করে তোলা গেল না।
Bengali, Books
যে ধ্রুবতারা – ১৮
চন্দননগরের শ্রদ্ধেয় বিপ্লবী ও কৃতী ব্যক্তিত্বদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বেশ কয়েক বছর ধরে ‘সেই ধ্রুবতারা’ শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করে চলেছে ‘চন্দননগর বইমেলা কমিটি’। এই শহরের গৌরবজনক অধ্যায়কে মানুষের সামনে তুলে ধরার জন্যেই আমাদের এ প্রয়াস। চন্দননগর যে কত কৃতী মানুষের জন্ম দিয়েছে বা কত বিশিষ্টজনের উজ্জ্বল কর্মকাণ্ডে আমাদের অঞ্চল গৌরবান্বিত হয়েছে, তার পরিচয় পরিস্ফুট হয় প্রত্যেক বছরের এই প্রকাশনার মধ্যে দিয়ে।










Reviews
There are no reviews yet.