বর্তমান সঙ্কলনের পশ্চাতে যে ইতিহাস আছে তাহাই প্রথমে বিবৃত করিতেছি। আবাল্য গ্রন্থাদি হইতে পুরাবৃত্ত সংগ্রহ করিয়া প্রকাশ করা এই বাতিকটী আমার আছে। এইরূপ ইতিবৃত্ত বিভিন্ন সাময়িক পত্রে এবং গ্রন্থাকারে প্রকাশিতও হইয়াছে। ঠিক এই কারণে কিনা জানি না হুগলী- জেলা রবীন্দ্রজন্মশতবার্ষিক উৎসব-সমিতি হুগলী- জেলায় বিশ্বকবি-সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ-দ্বারা একখানি স্মারকগ্রন্থ সঙ্কলনের ভার আমার উপর অর্পণ করেন। জ্ঞান-বুদ্ধির অভাব ও শারীরিক অক্ষমতা সত্ত্বেও স্থানীয় কতিপয় বন্ধুর সহায়তায় এবং চন্দননগর পুস্তকাগার, প্রবর্ত্তক লাইব্রেরী ও রবীন্দ্রমানস বাণীভবন হইতে গ্রন্থাদি সংগ্রহ করিয়া কবিগুরুর এই জেলার সম্পর্কে এবং এই জেলার তাহার সম্পর্কে যেখানে যাহা কিছু পাইয়াছি তাহাই সংগ্রহ করিয়া গ্রন্থাকারে নিবন্ধ করি। এই গ্রন্থের যথাযথ পূর্ণতা-সম্পাদনে এবং জেলার ভিন্ন ভিন্ন স্থানের বিক্ষিপ্ত তথ্যাদি সংগ্রহ-বিষয়ে আমি কতিপয় বিশিষ্ট সুধীজনের সাহায্য লাভ করি। লেখার কাজ শেষ হইলে সমিতির সভাপতি শ্রদ্ধেয় জেলাশাসক মহোদয় গ্রন্থপ্রকাশ বিষয়ে ব্যবস্থাদি করিবার জন্য দায়িত্বশীল কয়েকজন সরকারী কর্মচারীকে কয়েকদিন আমার গৃহে প্রেরণ করেন। আমার দুর্ভাগ্যবশতঃ তৃতীয় দিনে তাহাদের মধ্যে একজনের এমন একটু মনোভাব লক্ষিত হইল যে-জন্য উক্ত সমিতি কর্তৃক গ্রন্থ প্রকাশ করা অবাঞ্ছনীয় বোধে ঐ দিনই পত্রযোগে এই গ্রন্থ-বিষয়ে আমার সকল প্রতিশ্রুতি প্রত্যাহার করিতে বাধ্য হইলাম। গ্রন্থ প্রকাশিত না হওয়ায় আমার সমুদয় শ্রমই ব্যর্থতায় পর্যবসিত হইল। সুখের বিষয় বাঁশবেড়িয়া সাধারণ পাঠাগার তাহাদের রবীন্দ্র জন্মশতবার্ষিক উৎসব উপলক্ষ্যে ‘শ্রদ্ধার্ঘ্য’ নাম দিয়া তাঁহাদের নিজ স্মারক গ্রন্থে মৎসঙ্কলিত পুস্তকের ‘রবীন্দ্রনাথ ও হুগলীজেলা’ শীর্ষক সুদীর্ঘ অধ্যায়টী প্রকাশ করিয়াছেন।
Bengali, Books
ৱবীদ্ৰনাথ ও চন্দননগর
বর্তমান সঙ্কলনের পশ্চাতে যে ইতিহাস আছে তাহাই প্রথমে বিবৃত করিতেছি। আবাল্য গ্রন্থাদি হইতে পুরাবৃত্ত সংগ্রহ করিয়া প্রকাশ করা এই বাতিকটী আমার আছে। এইরূপ ইতিবৃত্ত বিভিন্ন সাময়িক পত্রে এবং গ্রন্থাকারে প্রকাশিতও হইয়াছে। ঠিক এই কারণে কিনা জানি না হুগলী- জেলা রবীন্দ্রজন্মশতবার্ষিক উৎসব-সমিতি হুগলী- জেলায় বিশ্বকবি-সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ-দ্বারা একখানি স্মারকগ্রন্থ সঙ্কলনের ভার আমার উপর অর্পণ করেন। জ্ঞান-বুদ্ধির অভাব ও শারীরিক অক্ষমতা সত্ত্বেও স্থানীয় কতিপয় বন্ধুর সহায়তায় এবং চন্দননগর পুস্তকাগার, প্রবর্ত্তক লাইব্রেরী ও রবীন্দ্রমানস বাণীভবন হইতে গ্রন্থাদি সংগ্রহ করিয়া কবিগুরুর এই জেলার সম্পর্কে এবং এই জেলার তাহার সম্পর্কে যেখানে যাহা কিছু পাইয়াছি তাহাই সংগ্রহ করিয়া গ্রন্থাকারে নিবন্ধ করি।










Reviews
There are no reviews yet.